আব্দুল্লাহ আল মামুনঃসাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার অন্যতম সেচ্ছাসেবী সংগঠন আমাদের টিম মানবিক পরিবারের, ইউনিয়ন কমিউনিটি লিডারদের হাতে সদস্য ফরম হস্তান্ত করা হয়েছে, ২৩/০৮/২০২৪ রোজ শুক্রবার আমাদের টিম মানবিক পরিবারের প্রধান কার্যালয়ে দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর বাজারে আমাদের টিমের ইউনিয়ন কমিউনিটি লিডারদের হাতে সদস্য ফরম হস্তান্তরকরণ ও সভার আয়োজন করা হয়, সভায় আমাদের টিম মানবিক পরিবারের সাধারণ সম্পাদক রিফায়েত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদের টিম মানবিক পরিবারের নির্বাহি প্রধান জনাব মো :মনিরুল ইসলাম মনি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক দীলিপ দাস নীল, উপ-পরিচালক মো:মারুফ বিল্লাহ. সহকারী পরিচালক ইয়াছিন খাঁন ও সহ-সভাপতি নুসরাত জাহান, উক্ত সভায় সভাপতিত্ব করেন আমাদের টিম মানবিক পরিবারের সভাপতি এইচ এম মনির হাসান। সভায় দেবহাটা উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন থেকে আগত কমিউনিটি লিডারদের হাতে আমাদের টিম মানবিক পরিবারের সদস্য ফরম হস্তান্তর করা হয়।