আব্দুল্লাহ আল মামুন (সাতক্ষীরা) : দেবহাটার ইছামতী নদীর বেড়ি বাঁধে ভাঙ্গন, জনমতে আতষ্ক বিরাজ করছে। জানা যায়, দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ভাতশালা,কোমরপুর সহ কয়েক এলাকায় বেড়ি বাঁধ ভাঙ্গন ও ফাঁটল ধরেছে সেই সাথে নদীতে পানিও বৃদ্ধি পেয়েছে, যে কোনো মূহুর্তে বেড়ি বাঁধ ভেঙে যাওয়ার আশংকা রয়েছে সেই জন্য ভেড়ি বাঁধের পাশের মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে, যে কোন মুহুর্তে যদি ভেড়ি বাঁধটি ভেঙে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করলে বসত ঘর, আমন ধানের বীজ তলা,ফসলের মাঠ,মৎস্য ঘেরের ব্যাপক ক্ষয় ক্ষতির আশংকা রয়েছে। এই ব্যাপারে দেবহাটা উপজেলার ইউএনওর আসাদুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি বেড়ি বাঁধে ফাটলের ব্যাপারে সুনছি আমরা দ্রুত সংস্কারের জন্য সাতক্ষীরা পানি উন্নয় বোর্ড কর্মকর্তাদের সাথে কথা বলেছি। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের এক্স এন বলেন আমরা জায়গা দুইটি পরিদর্শন করেছি আগামীকাল ২৩ শে আগষ্ট সকাল ১০-১১টার মধ্যে ভাতশালা – কোমরপুর এলাকায় বাঁধ সংস্কারের কাজ শুরু হবে, তিনি স্থানীয় ছাত্র-জনতার কাছে বিনীত অনুরোধ করেন তারা যেন এ কাজে সর্বাত্মক সহযোগিতা করেন।