আজ ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবহাটায় স্থানীয় পর্যায়ে নীতি সংলাপ সভা

লিটন ঘোষ বাপি: দেবহাটায় এ্যাডভোকেসী ইস্যু প্রনয়নের জন্য স্থানীয় পর্যায়ে নীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদ হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের আয়োজনে অনুষ্ঠিত এ্যাডভোকেসী ইস্যু প্রনয়নের জন্য স্থানীয় পর্যায়ে নীতি সংলাপ সভায় রাইট টু গ্রো প্রোজেক্টের এ্যাডভোকেসী ও জেন্ডার অফিসার উজ্জ্বল কুমার পালের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল।
উক্ত স্থানীয় পর্যায়ে নীতি সংলাপ সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ মন্ডল, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন। উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন রাইট টু গ্রো প্রোজেক্টের প্রজেক্ট ম্যানেজার জগম্ময় প্রজেশ বিশ্বাস। এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সুশীল সমাজ সংগঠনের (সিএসও) সভাপতি মোঃ সালাউদ্দিন, সেক্রেটারি লিটন ঘোষ বাপি, রাইট টু গ্রো প্রোজেক্টের ট্রেনিং ও ক্যাপাসিটি বিল্ডিং অফিসার সুশান্ত কুমার রায়, কুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফারুক হোসেন, পারুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রবীর হাজারী, সখিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানী, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খালিদ হাসান সহ সিএসও, সিবিএ সহ প্রজেক্টের সকল গ্রুপের সদস্য এবং পাঁচ বছরের নিচে শিশুদের পিতা – মাতারা উপস্থিত ছিলেন।উক্ত নীতি সংলাপ সভায় দেবহাটা উপজেলার পাঁচ ইউপি চেয়ারম্যানদ্বয় বলেন, চলতি অর্থবছরে ইউনিয়ন পরিষদের বাজেটে শিশুদের পুষ্টি খাতে যে বরাদ্দ রাখা হয়েছে, আগামী অর্থবছরের এর চেয়েও বেশি বরাদ্দ রাখা হবে। উপজেলার ১৬ টা কমিউনিটি ক্লিনিকের সেবার মান এবং অবকাঠামো উন্নয়নে ইউনিয়ন পরিষদ পক্ষ থেকে সর্বদা সহযোগিতা করা হবে এবং রাইট টু গ্রো প্রজেক্ট যখন দেবহাটা উপজেলায় থাকবে না তখনও সিএসও দের সাথে নিয়ে প্রজেক্টের কার্যক্রম চলমান রাখার আশ্বাস প্রদান করেন।

Comments are closed.

     এই বিভাগের আরো খবর