লিটন ঘোষ বাপি (দেবহাটা প্রতিনিধি): দেবহাটা উপজেলার পারুলিয়ায় জিএমপি’র অগ্রগতি পর্যালোচনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১০ নভেম্বর) সকাল ১১টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের আয়োজনে অনুষ্ঠিত অ্যাডভোকেসি সভায় রাইট টু গ্রো প্রোজেক্টের প্রজেক্ট ম্যানেজার জগম্ময় প্রজেশ বিশ্বাসের সভাপতিত্বে ও সুশীল সমাজ সংগঠনের উপজেলা সেক্রেটারি লিটন ঘোষ বাপির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুর পুষ্টি বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন পারুলিয়া ইউপি সচিব প্রবীর হাজারী, রাইট টু গ্রো প্রোজেক্টের মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার বিলকিস আরা চৌধুরী, সিএসও সাফায়েত হোসেন বাচ্চু, নাজমুল শাহাদাত, নারী উদ্যোক্তা সুফিয়া খাতুন, প্রজেক্টের ইউনিয়ন ফ্যাসিলিটেটর রাজেশ ঘোষ, সিপি শাহার বানু, বিথী পারভীন এবং জিএমপি’র অগ্রগতি পর্যালোচনা ভুক্ত ৫০ টি শিশুর অভিভাবকরা (পিতা) উপস্থিত ছিলেন।