আব্দুল্লাহ আল মামুন : দেবহাটায় সরকারী গাছ কেটে বিক্রির চেষ্টা করছিল সদর ইউনিয়নের ২ ইউপি সদস্য। সেই মোতাবেক সরকারি গাছ কাটা সম্পন্ন হয়। আর ঠিক সেই সময় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোহাম্মদ শরীফ নেওয়াজ। এসময় ওই ইউপি সদস্যদের কাটা গাছ জব্দ করে প্রশাসন।
জানা গেছে, গত মঙ্গলবার (২৮ অক্টোবর) গোপনে সুকৌশলে টাউনশ্রীপুর দক্ষিণপাড়া হাতেম গাজীর মসজিদ সংলগ্ন সরকারী জমিতে থাকা ২টি মেহগনি ও একটি রোড শিশু গাছ কাটে নিয়ে যাচ্ছিলেন ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মাহবুবুর রহমান বাবলু ও ৫নং ওয়ার্ড ইউপি সদস্য আজগার আলী। তাদের কথা মত স্থানীয় ব্যবসায়ী রিয়াজ গাছগুলো কাটার কাজ করছিলেন সকাল থেকে। স্থানীয়রা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোহাম্মদ শরীফ নেওয়াজকে অবহিত করেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ মোতাবেক সহকারী কমিশনার (ভ‚মি) ঘটনাস্থলে পৌঁছে
কাটা গাছ জব্দ করে নিয়ে আসেন। এঘটনায় জড়িত ওই ইউপি সদস্যদের সহকারী কমিশনার (ভ‚মি) এর কার্যালয়ে ডাকা হলে ওই দিন হাজির হননি।
এবিষয়ে ইউপি সদস্য মাহবুবুর রহমান বাবলু জানান, বিষয়টি মিমাংসা হয়ে গেছে। ইউএনও স্যার অনুমতি দিয়েছিল গাছের ডাল কাটতে। কিন্তু ভুলক্রমে গাছ কেটে ফেলেছি।
এবিষয়ে সহকারী কমিশনার (ভ‚মি) মোহাম্মদ শরীফ নেওয়াজ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে কাটা গাছের গুড়িসহ গাছগুলো জব্দ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তবে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ রয়েছে।