আজ ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদয় দফন সম্পূর্ণ

আব্দুল্লাহ আল মামুন দেবহাটা প্রতিনিধিঃ
দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা হাফিজুর ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তিনি মঙ্গলবার ভোর রাত ৪ টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। উপজেলার টাউন শ্রীপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা হাফিজুল ইসলামের মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১ টার দিকে তাকে গার্ড অব অনার প্রদান শেষে কবরস্থানে দাফন করা হয়েছে।এসময় দেবহাটা উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, দেবহাটা থানায় দায়িত্ব প্রাপ্ত অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর হামিদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

Comments are closed.

     এই বিভাগের আরো খবর