আজ ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হত্যার উদ্দেশ্যে সাংবাদিক লিটনের উপর হামলা: থানায় অভিযোগ দায়ের 

মোমিনুর রহমান : দৈনিক সাতনদী পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক লিটন ঘোষ বাপিকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে প্রদিপ ঘোষ ওরফে চা প্রদিপ।

থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা যায় চা প্রদিপের জামাই উৎপল ঘোষ সাতক্ষীরার বরসা সমিতির ভেটখালী শাখার ক্যাশিয়ার পদে চাকরিকালীন সময়ে সাংবাদিক লিটন ঘোষ তার মাধ্যমে সাড়ে সাত লাখ টাকা জমা রাখে। পরবর্তীতে উৎপল উক্ত টাকা লিটন ঘোষ কে ফেরৎ না দিয়ে তালবাহনা করতে থাকলে লিটন ও উৎপলের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। চা প্রদিপ সেই থেকে লিটনের উপর ক্ষিপ্ত থাকে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে এবং বসত ভিটার জন সরানোকে কেন্দ্র করে সৃষ্ট গোলযোগে কথা কাটাকাটির একপর্যায়ে চা প্রদিপ গত শুক্রবার দুপুর ১ টার দিকে বাঁশ নিয়ে হত্যার উদ্দেশ্যে সাংবাদিক লিটনের মাথায় আঘাত করে। তখন লিটন জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। ঐ সময় লিটনের পিতা ঠেকাতে গেলে চা প্রদিপ তার উপর ও চড়াও হয় এবং হাতে থাকা বাঁশ দিয়ে লিটনের পিতার হাতের বাহুতে বারি মারে। একপর্যায়ে স্থানীয় লোকজন ঠেকাতে চলে আসলে চা প্রদিপ সাংবাদিক লিটন ও তার পিতাকে জীবন নাশের হুমকি সহ বিভিন্ন প্রকার ভয়ভীতির হুমকি দিয়ে চলে যায়। উপস্থিত স্থানীয়দের সহায়তায় লিটনকে উপজেলা হাসপাতালে ভর্তি করে এবং সিটি স্ক্যান ও এক্স রে করার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সাংবাদিক লিটন ঘোষ বাপি বাদি হয়ে চা প্রদিপের বিরুদ্ধে দেবহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছ। 

এই বিষয়ে জানতে চাইলে দেবহাটা থানার ওসি (তদন্ত) ইদ্রিসুর রহমান বলেন, সাংবাদিক লিটন ঘোষ বাপি বাদি হয়ে অভিযোগ দায়ের করেছেন। অতি দ্রুতই তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরো খবর