আজ ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবহাটা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি,খায়রুল সম্পাদক উজ্জ্বল

দেবহাটা প্রতিনিধি ।। প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি মীর খায়রুল আলম ও সাধারণ সম্পাদক হিসেবে বায়েজীদ বোস্তামি উজ্জ্বল নির্বাচিত হয়েছে। গতকাল ১৫ অক্টোসের মঙ্গবার প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচিত অপরাপর নেতৃবৃন্দ হলেন সহসভাপতি সুমন পারভেজ বাবু ও সুজন ঘোষ, যুগ্ম সম্পাদক লিটন ঘোষ বাপ্পী ও ফরহাদ হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, অর্থ সম্পাদক এস কে অভি, দপ্তর সম্পাদক এম এ মামুন হোসেন, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক নাসির উদ্দীন, তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য আঃ রব লিটু, রাজু আহমেদ, রুহুল আমিন ও আব্দুস সালাম, নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার কৃষি অফিসার শওকত ওসমান নির্বাচিতদের নাম ঘোষণা করেন। এর পূর্বে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে অপরাপর নির্বাচন কমিশনার দৃষ্টিপাত নির্বাহ সম্পাদক ও দেবহাটা প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি আবু তালেব মোল্ল্যা, একাডেমিক সুপারভাইজার (শিক্ষা) মিজানুর রহমান, উপদেষ্টা আঃ ওহাব নির্বাচন পরিচালনা করেন। নির্বাচন পূর্বে কার্যকরী কমিটির সর্বশেষ সভায় সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংবিধান সংস্কার, নতুন সদস্য ভর্তি ও যাচাই বছাই বিষয়ে সাংবাদিক। আব্দুল কাদের মহিউদ্দিন ও আবু তালেব মোল্লাকে সদস্য করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পুনরায় নির্বাচিত সভাপতি মীর খায়রুল আলম ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক বায়েজীদ বোস্তামী উজ্জ্বল তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন দেবহাটা বাসির এই প্রতিষ্ঠানের সম্মান এবং মর্যাদা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করছি। আগামীতে নতুন সদস্য অন্তভ,ক্তির মাধ্যমে প্রেসক্লাবের কলেবর বৃদ্ধির সর্বাতক চেষ্টা করবো।

Comments are closed.

     এই বিভাগের আরো খবর