আব্দুল্লাহ আল মামুন : দেবহাটা প্রেসক্লাবের ২০২৪-২০২৬ অর্থবছরের কার্য নির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে জয়েন্ট সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সাতনদী পত্রিকার নিজস্ব প্রতিবেদক লিটন ঘোষ বাপি।১৫ অক্টোবর মঙ্গলবার জাঁকজমকপূর্ণ ও উৎসব মূখর পরিবেশের মধ্যদিয়ে কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান এবং নির্বাচন কমিশনার হিসেবে দৈনিক দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক ও প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি আবু তালেব মোল্লা, একাডেমিক সুপার ভাইজার মিজানুর রহমান ও প্রেসক্লাবের প্রাক্তন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব দায়িত্ব পালন করেন।