আজ ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবহাটায় চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় আমাদের টিমের বৃক্ষরোপণ অভিযান ও শিক্ষার্থীদের পুরস্কার প্রদান

দেবহাটা প্রতিনিধি :- ” গাছ লাগাবো বেশি বেশি বাঁচবে পরিবেশ ফুটবে হাসি ” এই প্রতিপদ্যকে সামনে রেখে
দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নে চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে আমাদের টিমের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) সকাল ১১টায় স্কুলের প্রধান শিক্ষক এস এম মফিজুল হাসানের সভাপতিত্বে, আমাদের টিমের সাবেক সভাপতি এইচ এম মনির হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আমাদেরটিম এর নির্বাহী প্রধান মো: শেখ: মনিরুল ইসলাম (মনি), সহকারী প্রধান শিক্ষক আমিনুর রহমান , সহকারী শিক্ষক দীলিপ কুমার ঘোষ ,প্রদীপ কুমার।
আরো উপস্থিত ছিলেন, উপ-পরিচালক মো: মারুফ বিল্লাহ, উপ-পরিচালক দীলিপ দাস নীল,উপ-পরিচালক মো:রেজাউল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন,সাবেক সহ- সভাপতি নুসরাত জাহান,সাবেক দপ্তর সম্পাদক প্রসেনজিৎ সরকার,সাবেক সহ-সম্পাদক শেখ মোস্তাকিম বিল্লাহ,সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মো: আল-আমিন,সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক সত্যজিৎ সরকার,সাবেক কোষাধ্যক্ষ এস এম ইমরান হোসেন,সদস্য সাইফুল ইসলাম,রাসেল হোসেন,খাদিজা খাতুন,তায়েবা সুলতানা,আবু হাসান প্রমুখ।
উল্লেখ্য, আমাদের টিমের বৃক্ষরোপণ অভিযান ও ছাত্র / ছাত্রীদের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন ১৮০ জন শিক্ষার্থী তার মধ্যে থেকে ১৫ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরো খবর