গুলি করে বিকাশ ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টা। অস্ত্রসহ মহিলা ধরলেন ওই ছিনতাইকারীকে। গুলিবিদ্ধ বিকাশ ব্যবসায়ী ভর্তি হলেন হাসপাতালে।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে, শনিবার দিনগত রাত ১২ টার দিকে সাতক্ষীরার নলতা ইউনিয়নের মাটিকুমড়া এলাকায়।
আটক ছিনতাইকারীর নাম হৃদয় (৩০)। সে কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামের নূর ইসলামের ছেলে।
গুলিবিদ্ধ শাহ আলম পূর্ব নলতার ইন্দ্রনগর গ্রামের বাসিন্দা। তিনি বিকাশ ব্যবসায়ী।
রবিবার (০৬ অক্টোবর) সকালে স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম জানান, রাতে নলতা বাজার থেকে ব্যবসায়ী কাজ শেষে শাহ আলম এক সঙ্গীকে নিয়ে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে তার (রফিকুল) বাড়ির কাছে ধস্তাধস্তি ও চিৎকার চেঁচামেচি শুনে তিনি ও তার স্ত্রী টর্চলাইট নিয়ে বাইরে আসেন। এসময় ওই ছিনতাইকারী বিকাশ ব্যবসায়ী শাহ আলমকে গুলি করে। গুলি শাহ আলমের পেটে লাগে। ছিনতাইকারী আরো একটি গুলি করার চেষ্টাকালে তার স্ত্রী টর্চলাইট দিয়ে আঘাত করে অস্ত্র সহ ছিনতাইকারী হৃদয়কে আটক করে।
বিএনপি নেতা রফিকুল ইসলাম আরো বলেন, তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীর সাথে থাকা অন্যরা পালিয়ে যায়।গণপিটুনি দিয়ে আটক হৃদয়কে যৌথ বাহিনীর হাতে তুলে দেয়া হয়।
নলতা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এবিষয়ে কালিগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। গুলিতে আহত শাহ আলম সাতক্ষীরায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।