আলিপুরে সনাতন ধর্ম ত্যাগ করে কালিমা পড়ে নব মুসলিম হয়েছে আপন ২ ভাই
আব্দুল্লাহ আল মামুনঃ
সদর উপজেলার আলিপুর হাট খোলা সংলগ্ন আলিপুর শশান ঘাটা মণ্ডল পাড়া কায়পুত্র সম্প্রদায়ের কার্তিক মণ্ডলের ২ ছেলে কালিমা পড়ে নব মুসলিম হয়েছে। জানা যায়, আলিপুর শশান ঘাটা মণ্ডল পাড়ার কার্তিক মণ্ডলের ছোট ছেলে স্বপন (২০),০৩ সেপ্টেম্বর, মঙ্গলবার আলিপুর হাটখোলা জামে মসজিদের ইমাম আলমগীর হোসেন সাহেব তাকে কালিমা পড়ে নব মুসলিম হয়েছে । তার বর্তমান নাম ওমর ফারুক। তার আপন ভাই তাপস (২৩) ৩ বছর আগে কালিমা পড়ে নব মুসলিম হয়েছিল, তার বর্তমান নাম ইমাম হোসেন (নিরব)। তারা ২ ভাই ৫ ওয়াক্ত নামাজ পড়ে এবং কুরআন শরীফ শিখছেন। নব মুসলিম ইমাম হোসেন নিরব (২৩) ও ওমর ফারুক (২০) বর্তমানে সাভার, ঢাকাতে বাসা ভাড়া করে কাঠের নকসা মিস্ত্রীর কাজ করে। তাদের বাবা কার্তিক মণ্ডল ও মা কালিদাসী জানান, আমাদের ২ ছেলে যেহেতু মুসলমান হয়েছে, আমরাও শীঘ্রই কালিমা পড়ে মুসলমান হব। আপনারা আমাদের ও ২ ছেলের জন্য দোয়া করবেন।