বিশেষ প্রতিনিধি: সাতক্ষীর জেলার কালিগঞ্জ উপজেলার কালিগঞ্জের শীতলপুর আল-আমীন ট্রাষ্ট মসজিদে ৩০ অক্টোর শুক্রবার সন্ধ্যা ৭টা হতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের উদ্যোগে সাধারণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উক্ত মথুরেশপুর ইউনিয়ন সভাপতি মোঃ কেরামত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি সলাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোল্লা আশরাফ হোসেন, ইউনিয়ন সাধারণ সম্পাদক ফিরোজ কবির নাজমুল ইসলাম, মাওলানা নূর মোহাম্মদ প্রমুখ। অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা মোঃ আজগার আলীর সঞ্চালনায় প্রধান অতিথি বলেন ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করাই সংগঠনের প্রধান প্রতিপাদ্য।