আজ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবহাটা রিপোর্টার্স ক্লাব ও উপজেলা প্রশাসনের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত


আব্দুল্লাহ আল মামুনঃ দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের সার্বিক ব্যাবস্থাপনায় দেবহাটা উপজেলা মুক্ত মঞ্চ মাঠে। ২৮শে আগষ্ট বুধবার সন্ধ্যায়, দেবহাটা রিপোর্টার্স ক্লাব ও উপজেলা প্রশাসনের অফিসার্স ক্লাব এর মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অধীর কুমার গাইনের সঞ্চালনায় অফিসার্স ক্লাবের টিম লিডার সহকারি কমিশনার (ভূমি) মো. শরীফ নেওয়াজ, অধিনায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান ও দেবহাটা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা এই খেলায় অধিনায়ক হিসেবে ছিলেন দৈনিক দৃষ্টিপাতের ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক মোল্লা আবু তালেব ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সম্পাদক রফিকুল ইসলাম, আক্তার হোসেন ডাবলু, আমিরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, আবির হোসেন লিয়ন, সহিদুল ইসলাম, রিয়াজ কামাল মামুন, মহিউদ্দীন আহমেদ, হিরণ কুমার মন্ডল, তাসকিন আহমেদ, কবিরুল ইসলাম ডালিম,রফিকুল ইসলাম মন্টু,অসিম কুমার খেলায় অংশগ্রহণ করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি দেবহাটা রিপোর্টার্স ক্লাবকে পরাজিত করে উপজেলা অফিসার্স ক্লাব জয় লাভ করে, এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন আজকের খেলাটা শুধু খেলা না এটা একটা মিলন মেলা, এখানে কেউ জিতবে কেউ হারবে কিন্তু এই যে সাংবাদিকদের সাথে আমাদের যে বন্ধন এটা সব সমায় থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরো খবর