আজ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নলতায় ইমাম, খতিব ও শিক্ষকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়


মোঃ রফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীর জেলার কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২৬ আগস্ট সোমবার সকাল ৭টায় থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নলতা ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়নের সম্মানিত ইমাম ও খতিবদের সাথে এবং সকাল ৯টা থেকে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় নলতা ইউনিয়ন আমীর আকবার হোসেনের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমির মাওলানা মোহাদ্দিস রবিউল বাসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শূরা কর্মপরিষদ সদস্য মাওলানা কাজী মুজাহিদুল আলম, উপজেলা জামায়াতের আমীর আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা সূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আবু রাসেল আসকারী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী মোল্লা আশরাফ হোসেন, আদর্শ শিক্ষক ফোরাম নলতা শাখার সভাপতি অধ্যাপক আব্দুল মজিদসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াত নেতৃবৃন্দ এবং নলতা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী নলতা শরীফে পবিত্র ফাতেহায়ে দোয়াজ দাহম উপযাপন উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত মোঃ রফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীর জেলার কালিগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় শাহীবাগের আস্তানা ভবনে ২৬ আগস্ট সোমবার সকাল ৮টায় ছাইয়েদে খায়রুল বাশার, হাদিয়ে রওশন জমীর, বাদশাহে দো-আলম, ইমামুল মোরছালিন, খাতেমুন নাবিয়ীন হজরত আহ্মাদ মোজতবা মোহাম্মদ মোস্তফা ছাল্লাল্লাহকু ওয়ালিহি ওয়াছাল্লামের পবিত্র ফাতেহায়ে দোয়াজ দাহম (ঈদে মিলাদুন্নবী সাঃ) উদযাপন উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় মিশনের সহ-সভাপতি আলহাজ্জ শিক্ষক মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নলতা পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মৌঃ আব্দুর রাজ্জাক, মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ মোঃ নজরুল ইসলাম, মিশন কর্মকর্তা আলহাজ্জ শিক্ষক মোঃ আবুল ফজল, আলহাজ্জ মোঃ গোলাম মোক্তাদির আহ্ছানি, খায়রুল হাসানসহ মিশনের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ ও সুধিবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরো খবর