আজ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

৩ কোটি টাকা নিয়ে বন্যার্তদের পাশে সিটি ব্যাংক


দেশের উত্তর-পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় পাশে দাঁড়িয়েছে সিটি ব্যাংক। কর্মীরা সম্মিলিতভাবে তাদের এক দিনের বেতন দিচ্ছেন, পাশাপাশি ব্যাংকের সিএসআর বাজেট থেকে বাকি অর্থ নিয়ে প্রস্তুত করা হয়েছে তিন কোটি টাকার একটি প্রাথমিক সহায়তা তহবিল।

রোববার (২৫ আগস্ট) সিটি ব্যাংকের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ব্যাংকটি দিচ্ছে এক কোটি টাকা। আর বাকি টাকা যাচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, প্রথম আলো ট্রাস্ট ও অ্যাকশন এইড-এ।

তাৎক্ষণিক ত্রাণ হিসেবে এবং বন্যার পানি নেমে গেলে সার্বিক পুনর্বাসনের কাজে তারা ব্যবহার করবেন ব্যাংকটির এই অর্থ সহায়তা।

Comments are closed.

     এই বিভাগের আরো খবর