আজ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শামসুদ্দিন চৌধুরী মানিক অসুস্থ হয়ে পড়েছেন।


সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি (জুডিসিয়াল কিলার) শামসুদ্দিন চৌধুরী মানিক অসুস্থ হয়ে পড়েছেন। এরপর শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের রিপোর্ট বলছেন, তার অন্ডকোষে আঘাত রয়েছে। একাধিক ডাক্তার এই আঘাতের বিষয়টি নিশ্চিত করেছেন। একজন ডাক্তার জানিয়েছেন, ভারি কিছু দিয়ে আঘাতের ফলে এমন ক্ষত হতে পারে। তবে কতখানি বড় আঘাত তা নিশ্চিত করতে পারেননি।

Comments are closed.

     এই বিভাগের আরো খবর